সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)ঃ
দুর্যোগকালীন জনদূর্ভোগ কমাতে সরকারি উদ্যোগে নির্মাণ করা হলেও, উল্টো ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রাণীশংকৈলের একটি কালভার্ট। সেতুর ঢাল অতিরিক্ত উঁচু এবং সংযোগ সড়ক ভেঙে পড়ায় কৃষকরা এখন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নেকমরদ ইউনিয়নের গুপনিহার এলাকায় ২০২১-২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৬১ লাখ ৬৮ হাজার ৬০৪ টাকা ব্যয়ে ১২ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করা হয়। মূল সড়ক থেকে প্রায় ৫ ফুট উঁচু করে নির্মিত হওয়ায় কৃষিপণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কৃষকদের অভিযোগ
সেতুতে ওঠা-নামার রাস্তায় ঢাল বেশি এবং সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় ট্রলি, ভ্যান, মোটরসাইকেলসহ যে কোনো বাহনে পণ্য নিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে পণ্য বাজারে নিতে হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক সচেতন ব্যক্তি বলেন, “কাজের শুরুতেই আমাদের জমির ক্ষতি হয়েছে। এখন সেতুটি ব্যবহারের সময়ও পণ্য পরিবহনে হয়রানি ও অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। সামনে ধান কাটার মৌসুম, তাই দ্রুত সমাধান জরুরি।”
পরিকল্পনার ঘাটতি ও ত্রুটিপূর্ণ কাজের অভিযোগ,
স্থানীয়দের দাবি—সঠিক সার্ভে ও পরিকল্পনা ছাড়া প্রকল্প বাস্তবায়নের কারণেই এই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মাদূদ বলেন—“ধান কাটার পর প্রকল্পের মাধ্যমে সংযোগ সড়ক মেরামত করা হবে। জনদূর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
গ্রামবাসী দ্রুত সংস্কারের মাধ্যমে তাদের ভোগান্তি দূর করার দাবি জানিয়েছেন।