লালমনিরহাট প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নর্দান ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে উত্তরবঙ্গ থেকে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
রবিবার সকালে নর্দান ইউনিভার্সিটির ক্যাম্পাস চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, "উত্তরবঙ্গের তরুণ প্রজন্ম এখন তাদের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ়প্রতিজ্ঞ। তিস্তা শুধুই একটি নদী নয়, এটি আমাদের প্রাণের স্পন্দন এবং সমৃদ্ধ ভবিষ্যতের আশা।"
তারা আরও বলেন, "তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে, আর উত্তরবঙ্গ বাঁচলে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে।"বক্তারা সরকারের প্রতি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান এবং এটিকে বর্তমান সময়ের সবচেয়ে বড় অপরিহার্যতা (বা 'সময়ের দাবি') বলে অভিহিত করেন।