নিজস্ব প্রতিবেদক-জাগরণ বিডি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইবোনদের হামলায় দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চরসুবুদ্ধি গ্রামের আবু তাহেরের ছেলে ফুরা মিয়া (৪০) ও তার ছোট ভাই শাকিল মিয়া (৩০)।
পারিবারিক সূত্র জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার সকাল থেকে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি চরমে উঠলে দুপুর ১২টার দিকে অভিযুক্ত আউয়াল, তার ছেলে শিপন-রিপন ও মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়সহ ১০-১২ জন দা, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা চালায়।
এ সময় হামলা ঠেকাতে গেলে ফুরা মিয়া ও শাকিলসহ পরিবারের আরও কয়েকজনকে বেধড়ক কোপায় ও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফুরা ও শাকিলকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত মনিরা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান চিকিৎসকরা।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশান আরা বলেন, “বেলা পৌনে ১টার দিকে আহতদের আনা হলে দুই ভাইকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর ধরন ও আঘাত সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, “তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আরও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।