মোঃ হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি:
নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন, সাগর–রুনিসহ সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন এবং সাংবাদিকদের জন্য পৃথক আদালত স্থাপনের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ হয়।
আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ। এতে গাজীপুরের সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বক্তারা দাবি জানান— স্বাধীনতার পাঁচ দশক পরও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়নি। পেশাগত পরিবেশ, মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার এখনো নানা প্রতিবন্ধকতার মুখে।
তারা বলেন, “ওয়েজ বোর্ড বাস্তবায়ন শুধু আর্থিক অধিকার নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতা, কর্মপরিবেশ উন্নয়ন এবং জনগণের জানার অধিকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।”
বক্তারা আরও অভিযোগ করেন, বছরের পর বছর তদন্ত চললেও সাগর–রুনি হত্যাকাণ্ডসহ সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার বিচার হয়নি— যা গণমাধ্যমের ওপর চাপ তৈরি করছে।
সমাবেশ শেষে সাংবাদিক সমাজ ঘোষণা দেন—
“সত্য, ন্যায় ও সাহসের পক্ষে এই আন্দোলন চলবে। কোনো প্রকার বাধা–ধামকি সাংবাদিকদের কলম বন্ধ করতে পারবে না।”