নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে রাণীশংকৈল থানার একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায়। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের চারজন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
ধর্মগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সম্পদপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে খলিলুর রহমান (৫০), একই ইউনিয়নের এনামুল হকের ছেলে আওয়ামী লীগ কর্মী জিয়াউর রহমান (৪০), বাচোর ইউনিয়নের মৃত বজির উদ্দিনের ছেলে আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান (৬০) এবং তাঁর ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সারোয়ার লিয়ন (৩২)।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক জানান, “গ্রেফতারকৃতরা আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”