জাগরণ বিডি অনলাইন নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি অন্তত ২০টি আসনে বিএনপির সঙ্গে সমঝোতা এবং ক্ষমতায় গেলে তিনজন এনসিপি নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বলে সূত্রে জানা গেছে।
বিএনপির সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আলোচনাটি এখনো অনানুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। এনসিপি ভবিষ্যৎ রাজনৈতিক নিরাপত্তার পাশাপাশি নির্বাচনী সমর্থন চাইছে। তবে বিএনপি এখনো এ বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি।
জামায়াত–এনসিপি যোগাযোগও নজরে
সূত্র আরও জানায়, এনসিপির কয়েকজন প্রভাবশালী নেতা ব্যক্তিগতভাবে জামায়াতে ইসলামীর সঙ্গেও যোগাযোগ রাখছেন। তবে বিএনপি চায়, এনসিপি যেন জামায়াত বা তাদের নেতৃত্বাধীন কোনো জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা না করে।
জানা গেছে, জামায়াত এনসিপিকে বেশ কিছু সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে দলের অভ্যন্তরে অনেকেই চান—এনসিপি মধ্যপন্থি ভাবমূর্তি বজায় রাখুক এবং ডানপন্থি ইমেজ এড়িয়ে চলুক।
নেতাদের বক্তব্য
সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন,
“আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে, প্রয়োজনে তাদের সঙ্গে সমঝোতায় যেতে আমরা বিবেচনা করব।”
তিনি আরও জানান, দলটি এককভাবে নির্বাচন করার প্রস্তুতিও নিচ্ছে। তবে সংস্কার ও ‘জুলাই সনদ’-এ সমর্থন থাকলে জোটে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি।
নির্বাচনী প্রস্তুতি জোরদার
এরই মধ্যে এনসিপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। নাসীরুদ্দীন পাটওয়ারী কমিটির প্রধান এবং তাসনিম জারা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রার্থী বাছাই, প্রচারণা ও মাঠপর্যায়ের প্রস্তুতিও চলছে।
দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিজ নিজ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী হয়েছেন:
নাহিদ ইসলাম – ঢাকা-১১
আখতার হোসেন – রংপুর-৪
নাসীরুদ্দীন পাটওয়ারী – ঢাকা-১৮ / চাঁদপুর-৫
তাসনিম জারা – ঢাকা ৯
আরিফুল ইসলাম আদীব – ঢাকা-১৪
সারজিস আলম – পঞ্চগড়-১
হাসনাত আবদুল্লাহ – কুমিল্লা-৪
আবদুল হান্নান মাসউদ – নোয়াখালী-৬
এসব আসনের বেশিরভাগেই বিএনপি ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। শুধু ঢাকা-৯ ও ঢাকা-১৮ আসন ফাঁকা রাখতে পারে বলে ধারনা করা হচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত নয়।
বিএনপি চেয়ারপারসনের প্রতি সম্মান
বেগম খালেদা জিয়া যে আসনগুলো থেকে প্রার্থী হবেন—সেসব আসনে এনসিপি প্রার্থী না দেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন নাহিদ ইসলাম।
প্রার্থী তালিকা ঘোষণা ১৫ নভেম্বর
দলটির আহ্বায়ক জানান, আগামী ১৫ নভেম্বরের মধ্যে এনসিপি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর তালিকা প্রকাশ করবে।
তথ্যসূত্র: প্রথম আলো