জাগরণ বিডি ডেস্ক:
শাপলা কলিকে দলীয় প্রতীক হিসেবে গ্রহণে সম্মতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাদা শাপলা, শাপলা এবং শাপলা কলি—এই তিন প্রতীকই এনসিপি ইসিতে প্রস্তাব করেছিল। এর মধ্যে শাপলা কলিকে ইতিবাচক মনে করে দলটি। তিনি জানান, দেশবাসীর কাছ থেকে তারা এ প্রতীক নিয়ে ইতোমধ্যে ভালো সাড়া পেয়েছেন। শাপলা কলি প্রতীকটি শাপলার চেয়ে উন্নত ধারণা বহন করে এবং এর মধ্যেই শাপলা ও কলির ভাবনা যুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, আগ্রহী যেকোনো নাগরিক ৩০০ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদন করলে তা বিবেচনা করবে এনসিপি। পাশাপাশি দলটির নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম যেন দ্রুত সম্পন্ন হয়—এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকে মুখ্য সমন্বয়কের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এবং ইসি সচিব আখতার আহমেদ।