জাগরণ বিডি অনলাইন নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটি ৬৩টি আসন ফাঁকা রেখেছে, যার একটি বড় অংশ যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য বরাদ্দ হতে পারে। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত প্রায় ৩৫-৪০টি আসন শরিকদের দেওয়া হবে।
বিএনপি একটি সুত্র জানায়, শরিকরা যেসব আসনে আগ্রহী, সেসব আসনে বিএনপি প্রার্থী দেয়নি এবং এর বাইরেও কিছু আসন ফাকা রাখা হয়েছে। আলোচনার ভিত্তিতে তালিকায় পরিবর্তন আনা হতে পারে।
এ পর্যন্ত শরিক দলগুলো বিএনপির কাছে ১০৩ জনের প্রার্থী তালিকা জমা দিয়েছে। এর মধ্যে—১২ দলীয় জোট: ২১ জন, গণতান্ত্রিক বাম ঐক্য: ১৯ জন, গণফোরাম: ১৬ জন, এলডিপি: ১৩ জন, এনডিএম: ১০ জন, লেবার পার্টি: ৬ জন, জাতীয় পার্টি (বিজেপি): ৫ জন, বিপিপি: ৪ জন, সমমনা জোট: ৯ জন।
এদিকে, গণতন্ত্র মঞ্চ অর্ধশত আসনে সমঝোতা চাইছে। গণঅধিকার পরিষদও শিগগিরই প্রায় ৩০ জনের তালিকা দেবে বলে জানিয়েছে।
সূত্র জানায়, ইমেজসম্পন্ন ও বিজয়-সম্ভাবনাময় নেতাদের অগ্রাধিকার দেবে বিএনপি। শিগগির শরিকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।