জাগরণ বিডি অনলাইন ডেস্ক: জিয়া পরিবারের পর দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ-সংগ্রামের নিরেট উদাহরণ হলেন হাবিবুন্নবী খান সোহেল। দীর্ঘদিন অন্যায় নির্যাতন, জেল-জুলুম, মামলা-হামলা—সবকিছু হাসিমুখে বরণ করে দলকে শক্তভাবে ধরে রেখেছেন তিনি। অথচ সেই ত্যাগী, নিপীড়িত নেতাও এবার দলীয় মনোনয়ন পাননি।
বাংলাদেশের যেসব নেতা এবার বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন—বাস্তবে তার চেয়ে বেশি ত্যাগী ও নিবেদিতপ্রাণ কেউ নেই বললেই চলে। তবুও তিনি এবং তার কর্মীরা দলের সিদ্ধান্তকে পরম শ্রদ্ধা ও হাসিমুখে গ্রহণ করেছেন। কোন ক্ষোভ, বিদ্বেষ বা অস্থিরতার ছাপ নেই। এটাই প্রকৃত রাজনীতির সৌন্দর্য—এটাই সংগঠনের প্রতি দায়বদ্ধতা।
সুতরাং যখন সোহেলের মতো ত্যাগী নেতা দলের সিদ্ধান্ত মেনে নেয়, তখন অন্য কারও আপত্তি বা অসন্তোষ দেখানোর সুযোগ নেই। কারণ দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত—এটাই সংগঠনের শৃঙ্খলা, ঐক্য, এবং শক্তির মূলভিত্তি।