জাগরণ বিডি ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপি সীমান্ত এলাকা থেকে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাপসার বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার ৩৪৭/৪ এস থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে ভাতুরিয়া গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালায়।
এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।