হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি জাগরণ বিডি॥
হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, দৈনিক ভোরের কাগজ-এর হরিপুর উপজেলা প্রতিনিধি, নিবেদিত প্রাণ সাংবাদিক শফিকুল আজম চৌধুরী (সুজা ভাই)-এর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে হরিপুর ইউনিয়নের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে স্থানীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় তাঁর জানাজা নামাজ।
জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধব ও অসংখ্য শ্রদ্ধাভাজন ব্যক্তি উপস্থিত ছিলেন। সকলেই আবেগভরে এই প্রিয় মানুষটির আত্মার মাগফিরাত কামনা করেন।
মরহুমের মৃত্যুতে প্রেসক্লাব পরিবারসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
একজন সৎ, নীতিবান ও মানবিক সাংবাদিক হিসেবে শফিকুল আজম চৌধুরী ছিলেন সকলের প্রিয় “সুজা ভাই”। তাঁর চলে যাওয়া হরিপুর সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।