রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মঙ্গলবার (১৮ নভেম্বর) বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ-এর উদ্যোগে “সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ।
এ সময় বক্তব্য রাখেন—কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-মামুন অর রশিদ, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহকারী গোলাম রব্বানী, আরডিআরএস-এর টেকনিক্যাল অফিসার জাহিদা মশতারি, কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার শশিউল ইসলাম,
কমিউনিটি মোবিলাইজার রবিনাথ রায়।
এছাড়াও রাণীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন ফেডারেশনের সভাপতি–সম্পাদকসহ সংশ্লিষ্টরা কর্মশালায় অংশ নেন।