ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অসহায় মানুষের জন্য মানবিক উদ্যোগ ‘গরীবের মেহমান খানা’ ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই উদ্যোগের আওতায় প্রতি মাসের প্রথম শুক্রবার জুম্মার নামাজের পর এলাকার ১০০ থেকে ১৫০ জন দরিদ্র, কর্মহীন ও অসহায় মানুষের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করা হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) জুম্মার নামাজের পর এবারও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ১০০ জন মানুষের মাঝে ফ্রি খাবার বিতরণ করা হয়। খাবার পেয়ে অসহায় মানুষের মুখে ছিল তৃপ্তির হাসি।
এই মানবিক উদ্যোগের পেছনে রয়েছে বেশ কয়েকজন উদারদয়ী স্পন্সর ও পরিশ্রমী একটি সংগঠন। তাদের আর্থিক সহযোগিতা এবং শ্রমেই সম্পূর্ণ আয়োজনটি চালানো হয়।
মেহমান খানার স্পন্সর ও দায়িত্বশীলরা হলেন—
আব্দুল হামিদ, পরিচালক – হালিমা ফাউন্ডেশন ও প্রধান উপদেষ্টা
তহিদুল ইসলাম লিটন মাস্টার, উপদেষ্টা মামুন ঠিকাদার, উপদেষ্টা রায়হান (মালদ্বীপ প্রবাসী ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর), আনোয়ার হোসেন, সভাপতি, গরীবের মেহমান খানা, নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক, মজির উদ্দিন মনু, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, শামসুউদ্দিন, নাজমুল, মাহফুজার, আব্দুল মালেক, সিরাজুল ইসলাম
উপস্থিত ছিলেন—
যাদুরাণী বাজার গরীবের মেহমান খানা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মজিরউদ্দিন মনু, সহ-সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
মানবিকতার দৃষ্টান্ত এই মেহমান খানা দ্রুতই হরিপুর জুড়ে প্রশংসা কুড়াচ্ছে এবং অনেকের হৃদয়ে নতুন আশার আলো ছড়িয়ে দিচ্ছে।