প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
যশোর-৬ আসনে বিএনপির প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

জাগরণ বিডি অনলাইন ডেস্ক: বিশ্ববিদ্যালয় জীবন থেকেই বাড়ি ছাড়া রাজনীতি করে আসছেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বর্তমানে তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি।
শ্রাবণের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। শ্রাবণের তিন ভাইও উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের সক্রিয় নেতা।
পারিবারিক রাজনৈতিক ধারার বিপরীতে গিয়ে ছাত্রজীবনেই তিনি যোগ দেন বিএনপিতে। আওয়ামী লীগ নেতার ছেলে হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলে যুক্ত হওয়ায় বিষয়টি ভালোভাবে নেননি তার বাবা। নীতির প্রশ্নে অবস্থান পরিবর্তন না করায় দেড় দশকেরও বেশি সময় ধরে ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন রয়েছে পরিবারের। দীর্ঘদিন শ্রাবণ বাড়ি যাননি; এমনকি পারিবারিক কোনো অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন না বলে জানা গেছে।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, পারিবারিক দূরত্ব ও মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে যশোর-৬ এলাকায় এখন আলোচনার কেন্দ্রে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। ভোটারদের প্রত্যাশা—দীর্ঘদিন আড়ালে থাকা এই নেতা মাঠে নামলে কেশবপুরের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫