প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2025 ইং
নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: জানালেন প্রেস সচিব

জাগরণ বিডি ডেস্ক:
জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা যথাসময়ে সিদ্ধান্ত নেবেন। তবে যে সিদ্ধান্তই হোক না কেন—নির্বাচনের নির্ধারিত সময়সীমায় পরিবর্তন আসছে না।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান ব্যক্ত করছে। এটিকে আমরা কোনো ধরনের হুমকি হিসেবে দেখছি না। যেটা দেশের জন্য উত্তম, প্রধান উপদেষ্টা সেটাই করবেন।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের সময় পুরুষের পাশাপাশি নারীরাও রাজপথে ভূমিকা রেখেছিল। এখন দেশের কোনো ক্ষেত্রেই নারীরা আর পিছিয়ে নেই; প্রশাসন থেকে শুরু করে নীতি নির্ধারণী পদ—সর্বত্র তারা প্রতিনিধিত্ব করছে।”
এ সময় তিনি জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচার সংক্রান্ত তারিখ ঘোষণা করবে।
তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণে তরুণ প্রজন্মের ভূমিকা এখন অতীতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫