প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
নির্বাচন বানচালে ভেতর-বাহিরে শক্তি সক্রিয় হতে পারে: প্রধান উপদেষ্টা

জাগরণ বিডি ডেস্ক:
আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় ধরনের শক্তি সক্রিয় হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, হঠাৎ আক্রমণসহ সোশ্যাল মিডিয়ায় এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার চালানো হতে পারে; তাই শুরুতেই তা মোকাবিলা করতে হবে।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চপর্যায়ের নির্বাচন প্রস্তুতিমূলক বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনী নীতিমালা, ভোট প্রদান পদ্ধতি ও শৃঙ্খলা বজায় রাখা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। এজন্য ইসি ও সংস্কৃতি মন্ত্রণালয়কে দ্রুত বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও তৈরি করে ইউটিউবসহ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫