প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
শীর্ষ ৬ নেতার আসন জানতে চাইল বিএনপি

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরিক দল গণতন্ত্র মঞ্চের শীর্ষ ৬ নেতার নির্বাচনী আসন সম্পর্কে জানতে চেয়েছে বিএনপি। মঙ্গলবার গুলশানে বৈঠকে বিএনপির পক্ষ থেকে এই তথ্য চাওয়া হয়। মঞ্চ নেতারা তাদের সম্ভাব্য প্রার্থিতা বিএনপিকে অবহিত করেন।
গণতন্ত্র মঞ্চ ইতোমধ্যে ১৪২ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এতে মাহমুদুর রহমান মান্না: বগুড়া-২, সাইফুল হক: ঢাকা-৮, জোনায়েদ সাকি: ব্রাহ্মণবাড়িয়া-৬, তানিয়া রব: লক্ষ্মীপুর-৪, হাসনাত কাইয়ূম: কিশোরগঞ্জ-৫, শেখ রফিকুল ইসলাম বাবলু: জামালপুর-৫, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব অসুস্থতার কারণে এবার প্রার্থী হচ্ছেন না; তার বদলে লক্ষ্মীপুর-৪ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তানিয়া রব।
সূত্র জানায়, গণতন্ত্র মঞ্চ বিএনপির কাছে অর্ধশতাধিক আসন চাইতে পারে। শীর্ষ ছয় নেতার আসনে সমঝোতা হলে বাকি আসন নিয়েও আলোচনা চলবে।
বৈঠকে নির্বাচনী জোটভুক্ত দলগুলোর প্রতীকে ভোটের সুযোগ রাখার বিষয়ে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ একমত প্রকাশ করে।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫