প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2025 ইং
ইতালি প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে নাট্যকর্মীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইতালিতে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শামীম আকতার (৪০) নামে এক নাট্যকর্মী। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামীম ওই গ্রামের পজির উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় নাট্যদল বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর সদস্য ছিলেন এবং বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, দুই মাস আগে স্ত্রী মুক্তা আক্তার ইতালি গেলেও ভিসা জটিলতায় শামীম যেতে পারেননি। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
শামীমের ভাই জাপান জানান, “ভাবি ফোনে বললেন ভাই ঘরে ফাঁস দেওয়ার চেষ্টা করছে। দৌড়ে গিয়ে দেখি সব শেষ।”
স্থানীয়রা জানান, দাম্পত্য জীবনে শামীম-মুক্তার মধ্যে গভীর ভালোবাসা ছিল। তবে স্ত্রীর দূরত্ব, অর্থনৈতিক চাপ ও মানসিক কষ্টে শামীম দিন দিন নিঃসঙ্গ হয়ে পড়েন।
বালিয়াডাঙ্গী থানা পুলিশের ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫