প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2025 ইং
মনোনয়ন যাকেই দেওয়া হোক, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেছেন।
রোববার (২৬ অক্টোবর) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রকৃত বিএনপি কর্মীরা কখনো দলকে বিভক্ত করবে না।”
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, “দলের সিদ্ধান্ত অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
আগামী সোমবার রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫