প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2025 ইং
লালমনিরহাটে অটোরিকশা উল্টে নিহত ২, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকায় অটোরিকশা উল্টে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে মহিষখোচা থেকে আদিতমারীর দিকে যাচ্ছিল একটি ব্যাটারি চালিত অটোরিকশা। আনসার খার পুকুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। অটোরিকশাটি সড়কের পাশের নিচু ধানক্ষেতে উল্টে পড়ে। ঘটনাস্থলেই আতিকুল ইসলাম (৩০) মারা যান। গুরুতর আহত আতাউর রহমান বকুল (৫২)কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আহত অন্যান্য তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আদিতমারী থানার উপ-পরিদর্শক রেজাউল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর অটো চালক পলাতক রয়েছেন। পুলিশ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।
নিহতদের পরিবারে নেমেছে শোকের ছায়া।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫