প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
হরিপুরে হোয়াইট লেডি "ফুলকপি'র" মাঠ দিবস অনুষ্ঠিত

হরিপুর (ঠাকুরগাঁও )প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে গ্রীষ্ম থেকে বর্ষায় চাষযোগ্য উচ্চফলনশীল ফুলকপির আগাম জাত " হোয়াইট লেডি "এর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার আমগাঁও ইউনিয়নের জামুন এলাকায় মাহীকো ইন্টারন্যাশনাল প্রাইভেট লিঃ এর আয়োজনে কৃষক মাঠ দিবসটি পালিত হয়।
আদর্শ কৃষক শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহীকো ইন্টারন্যাশনাল প্রাইভেট লিঃ এর কান্ট্রি হেড গোলাম মোস্তফা।
এ সময় বক্তব্য রাখেন, ব্যবসায়ী শাহাজুল ইসলাম, কোম্পানির প্রতিনিধি ভীষ্মদেব, কৃষক তরিকুল ইসলাম, শাহাজাহান আলী, মাঝহারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিনিধিরা বলেন, হোয়াইট লেডির চারা রোপণের ৫০-৫৫ দিনে কপি বাজারজাত করা যায়। এ জাতের কপি রোদ, বৃষ্টি ও গরম সহনশীল আগামজাত। কালো কান্ড পঁচা ও নরম কান্ড পঁচা রোগ সহনশীল। এবং গাছ খাড়া তাই অধিক চারা রোপন করে লাভবান হওয়া সম্ভব।
মাঠ দিবসে এ সময় স্থানীয় কৃষক-কৃষাণীসহ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫